ঝিনাইগাতীতে প্রান্তিক চাষীদের ধান কেটে দিল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ১২, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ করোনা পরিস্থিতিতে অসহায় প্রান্তিক চাষীদের সহায়তার লক্ষ্যে কম্বাইন্ড হারভেস্টার (ধান কাটা মেশিন) দিয়ে ধান কাটা ও মাড়াই কার্যক্রম হাতে নিয়েছে শেরপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ কার্যক্রমের অংশ হিসেবে ১২ মে মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের আহাম্মদনগর গ্রামের চার প্রান্তিক চাষীর দুই একর জমির পাকা বোরো ধান কেটে মাড়াই করে দেওয়া হয়েছে। দুপুরে ধান কাটা কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। ওইময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খোন্দকার মঞ্জুরুল হকসহ এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার জানায়, কৃষিতে ব্যবহৃত যন্ত্রের সাথে কৃষকদের পরিচিতি ও যন্ত্রের প্রয়োগ বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকারের কৃষি বিভাগ। এরমধ্যে বৈশ্বিক করোনা পরিস্থিতি চলমান থাকায় অনেক প্রান্তিক চাষী অসহায় হয়ে পড়েছেন। ফলে কৃষিতে যান্ত্রীকিকরণের পাশাপাশি অসহায় এসব কৃষকের পাশে দাড়াতে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক চাষীদের ধান কেটে মাড়াই করে দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ শ্যামলী নিউজ২৪ডটকমকে জানান, জেলা প্রশাসক মহোদয়ের আর্থিক সহায়তায় কৃষকদের বিনামূল্যে হারভেস্টার মেশিনে ধান কাটা ও উপজেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তরের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে আজ আহাম্মদনগর এলাকার শ্রী সচিন্দ্র চন্দ্র শীল, আঃ রহিমসহ চার কৃষকের দুই একর জমির ধান কেটে মাড়াই করে এর উদ্বোধন করা হলো। কৃষি অফিসার হুমায়ুন কবির আরও জানান, প্রান্তিক চাষীদের জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে। Related posts:শেরপুরে তৃতীয় শ্রেণিপড়ুয়া ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতারনালিতাবাড়ী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি সোহেল, সম্পাদক মনিরনকলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল একই পরিবারের ২ জনের মৃত্যু Post Views: ২৮৮ SHARES ঝিনাইগাতী বিষয়: