শেরপুরে করোনা প্রতিরোধ কল্পে হাঙ্গার প্রজেক্ট’র টাউন হল মিটিং অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২ শেরপুরে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার সকালে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় পৌরশহরের নিউমার্কেট আইডিইবি হলরুমে এ সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ শেরপুর জেলা সমন্বয়কারী জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, প্রিয় অতিথি হিসেবে শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত এবং বিশেষ অতিথি হিসেবে শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ বক্তব্য রাখেন। এসময় ইনফরমেশন সার্ভিস প্রভাইডার আবু সাঈদ ইমন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ, স্বাস্থ্যবিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির অংশ হিসেবে জেলার জনগণকে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। Related posts:শেরপুরে জেলা প্রশাসনের ৪২টি অভিযান পরিচালিতনকলায় ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেলো ৯ শিশু !!সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা পেয়ে অনেকেই উপকৃত হচ্ছেন : শেরপুরে সুভাষ চন্দ বাদল Post Views: ১৯৭ SHARES শেরপুর বিষয়: