নাকুগাঁও স্থলবন্দরে ১ টাকা বাড়ানোর দাবি মানায় বন্দরে কাজে ফিরছেন শ্রমিকরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২ শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠক হয় আমদানি-রপ্তানি মালিক সমিতির। এক টাকা বাড়ানোর দাবি মালিকপক্ষ মেনে নেয়ার কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন লোড-আনলোড শ্রমিকরা। ৩ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের সঙ্গে এক বৈঠকে লোড-আনলোড শ্রমিকদের এক টাকা মজুরি বাড়ানোর দাবি মেনে নেয় মালিক সমিতি। এতে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন শ্রমিকরা। শ্রমিকদের তথ্যমতে, বন্দরে লোড-আনলোড কাজে যুক্ত আছেন প্রায় এক হাজার শ্রমিক। এসব শ্রমিক ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য গাড়িতে ওঠানো-নামানোর কাজ করেন। এ ছাড়া দৈনিক হাজিরা হিসেবে পণ্য আনা-নেয়া ও পাথর ভাঙার কাজে নিয়োজিত আছেন পাঁচ হাজার শ্রমিক। সফল বৈঠক শেষে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম মিয়া বলেন, ‘মজুরি এক টাকা বাড়ানোর দাবি মেনে নেয়ায় আমরা কাজে ফিরেছি।’ আমদানি-রপ্তানি মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ‘শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বাড়ানোর দাবিটি আমরা মেনে নিয়েছি। আমরা তাদের মেশিন ব্যবহার না করে শ্রমিক দিয়ে পাথর লোড-আনলোড করার শর্তে এই দাবি মেনেছি। মেশিন ব্যবহার করলে বন্দরের পাশাপাশি পাথরেরও ক্ষতি হয়। কারণ মেশিন ব্যবহার করলে শ্রমিক কম লাগে। ফলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়েন। মেশিন ব্যবহার না করলে বন্দরে শ্রমিক বাড়বে, কাজও বাড়বে।’ লোড-আনলোডের শ্রমিক সালাম মিয়া বলেন, ‘তিন দিন পর আমরা কাজে ফিরব, খুব ভালো লাগছে। মালিকরা আমাদের দাবি মেনে নিয়েছেন।’ মো. হারুনর রশিদ বলেন, ‘আমরা এই সিদ্ধান্তে খুব খুশি। এখন থেকে আমরা সংসার চালাতে কিছুটা সুবিধা পাব।’ Related posts:নালিতাবাড়ী থানা পরির্দশন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবশেরপুরে তথ্য অধিকার আইন ২০০৯ এর সিস্টেম বিষয়ক প্রশিক্ষণঝিনাইগাতীতে আরও ২৫ ভূমিহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার Post Views: ১৪৭ SHARES শেরপুর বিষয়: