শেরপুরে দৃষ্টির পর্যালোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২ শিক্ষার্থী ও সাধারণ মানুষের চোখের সমস্যা দূর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ ১০টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে চক্ষু সেবা প্রদানের লক্ষে শেরপুরে দৃষ্টি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে সদর হাসপাতালের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের সহকারি পরিচালক ডা. জসিম উদ্দিন, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোবারক হোসেন। সিভিসি কো-অর্ডিনেটর ভিশন স্প্রিং এর আব্দুর রকিব ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের কো-অর্ডিনেটর শরিফুজ্জামান পরাগ, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু-প্রতিষ্ঠান ও হাসপাতালের সহকারি কার্যক্রম পরিচালক লুৎফুর রহমান, অরবিস ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার নুরুল কবির, ভিশন স্প্রিং এর সমন্বয়কারী-আরজিআইএল অনুপম সেনগুপ্ত, ব্র্যাকের ম্যানেজার মোস্তাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ। আয়োজকরা জানান, জেলার ৩লাখ ৭৫হাজার ৪শ ৪৪জন শিক্ষার্থী ও সাধারণ মানুষের চোখ পরীক্ষা ও ৪ হাজার রোগীকে ছানিসহ চোখের বিভিন্ন অপারেশনের ব্যবস্থা এবং জেলাতে ৬টি ভিশন সেন্টার, ৪০৯জন স্বাস্থ্য সেবিকার মাধ্যমে কমিউনিটি চোখ পরীক্ষা কেন্দ্র, ১শ জন পল্লী চিকিৎসকের মাধ্যমে রিডিং গ্লাস সরবরাহ ও ১০টি আই মিত্রা চশমার দোকান পরিচালনা করে আসছে। ব্র্যাকের ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, আমরা যখন সবকিছু পরিস্কারভাবে দেখবো তখনই আমাদের পরিবার ও সমাজ তথা দেশের ভবিষ্যৎ উজ্জল হবে। এমন আয়োজনে থাকতে পেরে আমরা গর্বিত। ভিশন স্প্রিং এর সমন্বয়কারী-আরজিআইএল অনুপম সেনগুপ্ত বলেন, আমরা দীর্ঘদিন ধরে শেরপুর জেলায় চোখের সেবা দিয়ে আসছি। ইতোমধ্যে শেরপুরের ১ দশমিক ৪ মিলিয়ন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে তাদের আশপাশেই শতাধিক পয়েন্ট তৈরি করেছি। এতে করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চোখের সমস্যা দূর করতে হবে। Related posts:নকলায় এক পায়ে দাঁড়িয়ে আছে সেতু! পুনঃনির্মাণের দাবি এলাকাবাসীরঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিতএনসিটিএফ শিশু সাংবাদিক তাহিরাহ এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে Post Views: ১৩৬ SHARES শেরপুর বিষয়: