শেরপুরে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২ শেরপুর ধানক্ষেত থেকে আবুল হাশেম উদ্দিন (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর সোমবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামের নিজ ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাশেম গ্রামের ছাবেদ আলীর ছেলে। নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, আবুল হাসেমের এক ছেলে ও এক মেয়ে। ছেলে সেনা সদস্য ও মেয়ে বিবাহিত। তারা স্বামী-স্ত্রী দু’জনেই বাড়িতে থাকতেন। আবুল হাসেম বাড়িতে কৃষি কাজ করেন। গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে সার কেনার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যায়নি। আজ দুপুরে তার মরদেহ ধানক্ষেতের আইলের পাশে পড়ে থাকতে দেখে নিহতের ভাতিজি পপি আক্তার। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল পাঠায়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে মরদেহের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। Related posts:শেরপুর হেল্পলাইন ও নারী রক্তদান সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতনালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী যুবকের কারাদণ্ডঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৯ম শ্রেণীর শিক্ষার্থী সোনিয়া Post Views: ২৪৯ SHARES শেরপুর বিষয়: