শ্রীবরদীতে মাধ্যমিকের ১৭ বস্তা বই উদ্ধার, আটক ১

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিকের ১৭ বস্তা বই উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি ইজিবাইকসহ চালক রুবেল মিয়াকে আটক করা হয়। ৮ সেপ্টেম্বর বুধবার রাত ১১টার দিকে উপজেলার ঘোনাপাড়া নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল ঝিনাইগাতী উপজেলার লয়খা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সরকারি বই বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১৭ বস্তা ২০২০-২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বই জব্দ করা হয়। পরে ওই ইজিবাইক ও চালককে আটক করে থানা নিয়ে আসা হয়।
ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাশেম জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।