কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ১৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : রংপুরের কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় ৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় কাউনিয়া জংশনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, সান্তাহার থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন কাউনিয়া জংশনে লোকাল ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ) ঘুরাতে গিয়ে ওই ইঞ্জিন ট্রেনের দুইটি বগিতে সজোরে ধাক্কা দেয়। এতে বগি দুইটি দুমড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও একজনের লাশ ট্রেনের বগির ভেতর আটকে আছে বলেও জানা গেছে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হন। আহতদের প্রথমে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। Related posts:গ্রাহকের ৫১ কোটি টাকা লোপাট করেছেন ডাক বিভাগের কর্মীরা : প্রতিমন্ত্রী পলককাজাখস্তানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছাস্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Post Views: ১৮৪ SHARES জাতীয় বিষয়: