নালিতাবাড়ীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২ শেরপুরের নালিতাবাড়ীতে প্লে শ্রেণিতে পড়ুয়া ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে প্রাইভেট পড়াতে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোনায়েম বিল্লাহ (২২) নামে এক গৃহশিক্ষককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ দণ্ড প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকালে শহরের কাচারিপাড়া মহল্লার জনৈক ব্যক্তির ওই শিশুকে প্রতিদিনের ন্যায় বাসায় প্রাইভেট পড়াতে যান তাদেরই গৃহশিক্ষক মোনায়েম বিল্লাহ। এসময় শিশুটির মা-বাবা দু’জনেই বাসার বাইরে থাকায় মোনায়েম ওই শিশুকে পড়ানোর পরিবর্তে ধর্ষণের চেষ্টা করে এবং যৌন নিপিড়ন করে। হঠাৎ শিশুটির মা বাসায় এসে ঘটনা দেখে ফেললে আশপাশের লোকজন ডেকে ওই গৃহশিক্ষককে আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে হাজির হয় ভ্রাম্যমাণ আদালত। সেখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন গৃহশিক্ষক মোনায়েমকে ৯ মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে আরও ৫শ টাকা অর্থদণ্ডও করা হয় তাকে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচারক হেলেনা পারভীন জানান, ঘটনা জানার পর ঘটনাস্থলে যাই। ঘটনার বিস্তারিত শুনি এবং সাক্ষ্যপ্রমাণ শেষে ওই শিক্ষককে কারাদন্ড প্রদান করা হয়। Related posts:অবশেষ মাখন ফুটপাতেই চলে গেলো!ঝিনাইগাতীতে শ্রমিক দল নেতাসহ ৪ জনের কারাদণ্ডশেরপুরে বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালীন ধর্মঘট ও বিক্ষোভ Post Views: ১১৮ SHARES শেরপুর বিষয়: