শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫ ভারতের মেঘালয় ও আসামে ভারি বৃষ্টিপাতসহ শেরপুরে গত তিনদিনের বৃষ্টিতে বন্যার শঙ্কায় এবং আগাম প্রস্তুতি নিতে শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় শেরপুর জেলায় সম্ভাব্য বন্যার বিষয়ে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যত করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা খামারবাড়ির উপ-পরিচালক সাখাওয়াত হোসেন, সওজ’র নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে সাবেক এমপি শ্যামলীর ঈদ উপহার পেল ৭ হাজার মানুষসীমান্তে নিহত শেরপুরের ঔষধ ব্যবসায়ী রেজাউলের মরদেহ ফেরত দিলো বিএসএফঝিনাইগাতীতে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু Post Views: ৫০ SHARES শেরপুর বিষয়: