নতুন সিরিজে ড্রাগ ডিলার সুলতানা চরিত্রে বাঁধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২ প্রথমবারের মতো দেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন আজমেরী হক বাঁধন। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘গুটি’ সিরিজে অভিনয় করবেন তিনি। প্রকাশিত হলো এ সিরিজে বাঁধনের লুক। জানা গেছে, এতে সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে অভিনয় করবেন বাঁধন। তাঁকে ঘিরেই সাজানো হয়েছে সিরিজের গল্প। দেখা যাবে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। বিষয়টি নিয়ে বাঁধন বলেন, ‘কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। গুটির গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। অনেকদিন ধরে সুলতানা চরিত্রটি নিজের মধ্যে ধারণ করছি আমি। নিয়মিত রিহার্সালে অংশ নিচ্ছি।’ জানা গেছে, ‘গুটি’ সিরিজের শুটিং শুরু হবে শিগগিরই। শুটিং হবে চট্টগ্রাম, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে। নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘আমরা যে অঞ্চলগুলোতে কাজ করব সেখানকার লোকাল আর্টিস্টদের কাস্ট করা হয়েছে। রিজিওনাল জায়গা থেকেও যেন এর একটা আলাদা চাহিদা তৈরি হয় সেটাও আমরা খেয়াল রাখছি।’ নারীপ্রধান গল্প হওয়ায় ‘গুটি’ নিয়ে বেশ আশাবাদী বাঁধন। তিনি বলেন, ‘বাংলাদেশে নারীপ্রধান গল্প তেমন একটা চলে, এই কথাটা আর শুনতে চাই না। আমি বিশ্বাস করি আগামী দু-এক বছরের মধ্যে এই ধারণার পরিবর্তন হবে। আমরা আমাদের কাজ দিয়েই এই চিন্তার পরিবর্তন করতে পারব।’ Related posts:মেয়েদের শালীন পোশাক পরতে বললেন অনন্ত জলিলঅনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি আমি : নুসরাতঝড় তুলল ফার্স্ট ম্যান ও ফার্স্ট লেডি’র ছবি Post Views: ১৩৯ SHARES বিনোদন বিষয়: