শেরপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নির্বিঘ্ন করতে শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

জেলার বিভিন্ন পূজা মন্ডপ সরজমিনে পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। ২ অক্টোবর রবিবার তিনি এ পরিদর্শন করেন।


তিনি নালিতাবাড়ীতে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গাৎসব-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পবিত্র গীতা, বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পরে তিনি শেরপুর শহরের শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দিরে জেলা পুলিশের আয়োজনে শারদীয় দূর্গাৎসব ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও সনাতন ধর্মাবলম্বী ৯০ জন নারীর মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন।


বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ, কমান্ডেন্ট (পুলিশ সুপার) ইন সার্ভিস ট্রেনিং সেন্টার আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।