জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন নালিতাবাড়ীর মোকছেদুর রহমান লেবু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২২ শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। ৩ অক্টোবর সোমবার জেলা প্রশাসক সাহেলা আক্তার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ ওই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, মোকছেদুর রহমান লেবু নালিতাবাড়ী উপজেলাবাসীর কাছে তাঁর সততা ও দক্ষতার জন্য ব্যাপক জনপ্রিয়। তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যপক কর্মকান্ড পরিচালনা করছেন। করোনাকালে নিজে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন এই চেয়ারম্যান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করার পাশাপাশি মাদক নির্মুলে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। এসব বিবেচনায় মোকছেদুর রহমান লেবুকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত করে জেলা প্রশাসন। শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি প্রাপ্তির প্রতিক্রিয়ায় উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, যেকোন স্বীকৃতিই আনন্দের। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি কাজ করার প্রতি ইতিবাচক মানসিকতা ত্বরান্বিত করে। আমি জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সততার সাথে কাজ করে যেতে চাই। Related posts:নালিতাবাড়ীতে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান প্রদাননকলায় জুতা আনতে গিয়ে প্রাণ গেলো এক কৃষি শ্রমিকের !শেরপুরে হাফিজুল-শহিদুল চক্রের হাতে জিম্মি এক পল্লী Post Views: ৩৭৪ SHARES শেরপুর বিষয়: