শেরপুরে ধুমধামে প্রতিমা বিসর্জন

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

শারদীয় দুর্গোৎসবের আজ বিজয়া দশমী। রীতি অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় পাঁচ দিনের উৎসব শারদীয় দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল।

৫ অক্টোবর বুধবার দুপুরের পর থেকে শেরপুরের বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মালম্বিররা ঢাকডোল বাজিয়ে রং ছিটিয়ে মহা ধুমধামে শহরের গোয়াল পট্টিতে জেলা প্রশাসনের সরকারি পুকুরে প্রতিমা নিয়ে আসেন। সন্ধ্যার ঠিক আগে একে একে বিসর্জন শুরু করা হয়। সন্ধ্যার পর সকল প্রতিমা বিসর্জন শেষ হয়। এবার করোনার অতিমারি কাটিয়ে দুই বছর পর পুরনো ছন্দে ফিরেছে সনাতনদের এই উৎবস। পূজা ও বিসর্জনকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। কোথাও কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যান্য উপজেলাতেও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও বিসর্জনের খবর পাওয়া গেছে।
জেলা পূজা উৎযাপন পরিষদ সূত্রে জানা গেছে এবার শেরপুর জেলার ৫টি উপজেলায় মোট ১৬৩টি পূজামন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ৭৭টি, নালিতাবাড়ী উপজেলায় ৩৬টি, নকলা উপজেলায় ২১টি, ঝিনাইগাতী উপজেলায় ১৯টি ও শ্রীবরদী উপজেলায় ১০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত রয়েছে।