শেরপুরে র‌্যাবের অভিযানে ১৮৯ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

শেরপুরে ১৮৯ পিস ইয়াবাসহ মো. সুজা মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা। ৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘিনাপাড়া ডাকাতিয়া বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুজা মিয়া দিঘলদি মোল্লাপাড়া গ্রামের মো. লাল চাঁন মিয়ার ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার ঘিনাপাড়া ডাকাতিয়া বটতলা এলাকায় অভিযান চালায় র‌্যাব।
ওইসময় ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুজা মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৬ হাজার ৭শ টাকা।
র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটক সুজা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবত শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ওই ঘটনায় সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।