তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। ৯ অক্টোবর রবিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই এলাকার মানুষ, আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ, লোকজনের চিন্তা-ভাবনা, মানসিকতা তিস্তা মহাপরিকল্পনার পক্ষেই। তাই পুরো বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের রংপুর প্রধান প্রকৌশলী আমিনুল হক ভূঁইয়া, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌলাসহ আরও অনেকে। এ বিষয়ে মোতাহার হোসেন বলেন, চীন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বেশ আগ্রহী। তারাই পারবে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে। টেন্ডারে চীন ৮ হাজার ৪০০ কোটি টাকা আর ভারত ২ হাজার ৪০০ কোটি টাকা খরচের কথা উল্লেখ করেছে। ভারত নিজেও কাজটি করবে না কাউকে করতেও দেবে না। Related posts:জামালপুরের মেলান্দহে দেয়াল ধসে নিহত ১শেরপুরের নকলায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারকুয়াকাটায় ৬০ কেজি ওজনের সামুদ্রিক শোল মাছ ধরলেন জেলেরা Post Views: ১৪৩ SHARES সারা বাংলা বিষয়: