প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র্যাংক ব্যাজ পরলেন নবনিযুক্ত আইজিপি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে র্যাংক ব্যাজ পরানো হয়েছে। ১২ অক্টোবর বুধবার সকালে গণভবনে নবনিযুক্ত আইজিপিকে প্রধানমন্ত্রীর পক্ষে র্যাংক ব্যাজ পরান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়। ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। Related posts:৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু টিসিবি’রএপ্রিলে ৬৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩২ : বিআরটিএএকুশে পদক পেলেন নারী ফুটবল দলসহ ১৮ ব্যক্তি Post Views: ১২২ SHARES জাতীয় বিষয়: