নালিতাবাড়ীতে বাল্য বিবাহ বন্ধ করলো পুলিশ

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২

শেরপুরের নালিতাবাড়ীতে ‘টক-টু-এসপি‘ এর ফোনের সংবাদের প্রেক্ষিতে বাল্য বিবাহ বন্ধ করে দিলো নালিতাবাড়ী থানা পুলিশ।

২৪ অক্টোবর সোমবার নালিতাবাড়ী থানাধীন মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া এলাকার বাসিন্দা আঃ হাকিমের বাড়িতে নাবালিকা কন্যার বাল্য বিবাহের আয়োজন করা হয় বলে এলাকা বাসীর পক্ষ থেকে বিবাহ বন্ধ হওয়ার জন্য (‘টক-টু-এসপি)’ এর হটলাইন নম্বরে কল আসে এবং, ‘টক টু এসপি’ এর হট নাম্বার হতে ডিউটি অফিসারকে সংবাদ জানানো হইলে, ওই ইউনিয়নের বিট অফিসার এসআই মোঃ আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্সসহ নিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন।
নাবালিকা কন্যার পিতা, মাতা অনেক আগেই মারা এবং পালক পিতা মাতাও মারা যাওয়ার তার ভাই আঃ হাকিম (৫৫), পিতা- মৃত হামিদ মুন্সি, গোজাকুড়া গ্রামের, নালিতাবাড়ীর মোছাঃ লিমা খাতুনের দায়িত্বভার নিয়ে তাহার একমাত্র ছেলে শামীম (২৫) এর সহিত বিবাহ সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেয়। বিষয়টির সত্যতা পেয়ে সাথে সাথে বিবাহের আয়োজন বন্ধ করে দেয় নালিতাবাড়ী থানা পুলিশ।
উল্লেখ্য, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (বিপিএম) প্রত্যক্ষ তত্ত্ববধানে একটি টিমের মাধ্যমে পরিচালিত ‘টক-টু-এসপি’ নামে ০১৩২০১০৬২১৪ এবং ০১৩২০১০৬২১৫ দুটি হটলাইন নম্বর ২৪ ঘণ্টার জন্য শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে চালু করা হয়েছে।
এই হটলাইনের মাধ্যমে শেরপুর জেলাবাসী প্রয়োজন অনুযায়ী যেকোনো সময়ে পুলিশি সেবা পেতে যোগাযোগ করতে পারছেন ও ‘টক-টু-এসপি’ হটলাইন সেবার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পুলিশ পাচ্ছেন।