শ্রীবরদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

শেরপুরের শ্রীবরদীতে সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় এবং তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ অক্টোবর বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমেশ্বরি হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। ওইসময় তিনি বলেন, দেশে কোনো মানুষ অশিক্ষিত থাকবে না। গতানুগতিক শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে। তাহলে দেশে বেকারত্ব দূর হবে। আগামি ২০৪১ সালে এ দেশ হবে উন্নয়নশীল দেশ। এজন্য উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের আরো গুরুত্ব দিতে হবে। সোনার বাংলা গড়তে শিক্ষার পাশাপাশি সরকারের কর্মসূচি বাস্তবায়নে সকল বিষয়ে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কার্যকরী ভূমিকা রাখতে হবে।
জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোর্শেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেড তোফায়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও পৌর মেয়র মোহাম্মদ আলী লাল। অ
নুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। পরে উপজেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, সৈযদা তানজিনা আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান শাহজাদা ইসলাম আশিক, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, সাংবাদিক এজেএম আহসানুজ্জামান ফিরোজ, ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।