নকলা থানার ওসির বরণ-বিদায় অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২২ শেরপুরের নকলা থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমানের বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ রিয়াদ মাহমুনের যোগদান উপলক্ষে “বরণ ও বিদায় সংবর্ধনা” অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর সোমবার সন্ধ্যায় নকলা থানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এস আই আঃ ওয়াদুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া। অনুষ্ঠানে নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, নকলায় আমি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নতুন। আপনাদের সহযোগিতা ছাড়া একা ওসি’র বা পুলিশের পক্ষে মানবিক পুলিশ হওয়া সম্ভব না। তাই নকলায় জননিরাপত্তা নিশ্চিতকরণে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক সকল দপ্তর প্রধান, সুশীল সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকদসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। জানা গেছে, ওসি মোঃ মুশফিকুর রহমানের স্থলে যোগদান করেন নবাগত ওসি মুহাম্মদ রিয়াদ মাহমুদ। এর আগে জেলা গোয়েন্দা শাখা ডিবির তিনি ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় বিদায়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান, নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ রিয়াদ মাহমুদ, পুলিশ পরিদর্শক তদন্ত ইস্কান্দার হাবিবুর রহমানসহ, থানার পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে নকলা থানার পক্ষ থেকে বিদায়ী ও নবাগত কর্মকর্তাকে ফুল, ক্রেষ্ট ও গিফ্ট সামগ্রী তুলে দেওয়া হয়। Related posts:শেরপুরে পুলিশ লাইন্স একাডেমিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতশেরপুরে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিতশেরপুরে এইচ কে রুমান উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি’ দেয়ালিকা প্রদর্শনী Post Views: ১৪৫ SHARES শেরপুর বিষয়: