‘কবরেও শান্তি নেই’, নকলায় এক রাতে ৩ কঙ্কাল চুরি! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১ নকলা (শেরপুর) প্রতিনিধি : ‘মানুষ মইরা গেলে কবরে শান্তিতে ঘুমায়, এহন আর সেই কবরেও শান্তি নেই। কবর থেকেই চুরি হয়ে যাচ্ছে লাশ।’ কবর থেকে কঙ্কাল চুরি হওয়ায় এভাবেই ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শেরপুরের নকলা উপজেলায় ৭ নম্বর টালকি ইউনিয়নের রামের কান্দি সামাজিক কবরস্থান থেকে এক রাতে তিনটি লাশ চুরির ঘটনা ঘটেছে। ৬ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী অভিযোগ করেন। টালকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী বলেন, আমাদের এলাকায় এই সামাজিক কবরস্থানে গত রাতে তিনটি কবর থেকে আ. জলিল, মিরাজ আলী ও হানিফ মেম্বারের স্ত্রী জোৎসনা বেগমের কবরের কঙ্কাল চুরি হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র এগুলো করছে। গ্রামবাসীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এলাকার সাধারণ লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মরার পরে যদি কবরেও শান্তি নাই। এই নিরাপত্তা কেডা দিব আমাগরে।’ নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। দ্রুত তদন্ত করে চক্রকে গ্রেপ্তার করা হবে। Related posts:শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি গ্রেফতারঝিনাইগাতীতে ইমাম-মুয়াজ্জিনরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহারঝিনাইগাতীতে প্রথম জাতীয় বীমা দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ৩৩৩ SHARES শেরপুর বিষয়: