সোহাগপুর বিধবা পল্লীর বীরাঙ্গনা ও শহীদ জায়ারা পেলো পুনাকের উপহার সামগ্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২ নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বিধবা পল্লীর সেই বীরাঙ্গনা ও শহীদ জয়াদের মাঝে জেলা পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)এর তরফ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, শাড়ী ও খাদ্য সামগ্রী (চাল, ডাল, চিনি, তেল, সাবান ইত্যাদি)। এ উপলক্ষে জেলা পুনাক সভানেত্রী সানজিদা হক মৌর সভাপতিত্বে সোহাগপুর বিধবা পল্লীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান রাসেল বিপিএম। ওইসময় তিনি বিধবা পল্লীর বীরাঙ্গনা ও শহীদ জায়াদের জন্য একটি সমবায়ের মাধ্যমে একত্রিত করে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান। সেইসাথে তিনি বলেন, জেলা পুলিশ বিভিন্ন সহযোগির হাত বাড়িয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মকসেদুর রহমান লেবু ও পৌর মেয়র আবু বকর সিদ্দিক বাক্কার। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই সকালে নালিতাবাড়ীর সোহাগপুর বেনুপাড়া গ্রামে পাকিস্তানী হায়েনার দল নারকীয় হত্যাযজ্ঞ চালায়। ওইসময় গ্রামের ১৮৭ জন নিরীহ পুরুষ মানুষকে নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে হায়েনার দল। গ্রামের সকল পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতার পর ওই গ্রামের নাম হয় ‘বিধবাপল্লী’। Related posts:শেরপুরে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতমুজিব একটি জাতির রূপকার: সিনেমা দেখলো সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরাশেরপুরে জেল পলাতক আসামি গ্রেপ্তার Post Views: ১৯৪ SHARES শেরপুর বিষয়: