ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা, চেক ও সনদ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২ হারুন অর রশিদ দুদু : “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় যুব দিবস-২০২২ পালিত হয়েছে। ১লা নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের অয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব ইলাহীর সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিহা সুলতানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন দপ্তরের কম্পিউটার প্রশিক্ষণার্থী শারমীন আক্তার রিমাসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদ পত্র ও ২ লক্ষ ৫৫ হাজার টাকার যুব ঋণের চেক এবং প্রশিক্ষণের ভাতা বিতরণ করা হয়। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগমসহ বিভিন্ন যুব সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে গরু হৃষ্টপুষ্টকরণ জনসচেতনতামুলক সেমিনারঝিনাইগাতীতে ৪০ দিনের কর্মসূচি উদ্বোধনশেরপুরে ২ দিনব্যাপী শিশু পরিবারের ব্যবস্থাপনায় ইনহাউজ প্রশিক্ষণ Post Views: ১৩৮ SHARES শেরপুর বিষয়: