দ্রব্যমূল্য বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে এটা সত্য: বাণিজ্যমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২ দ্রব্যমূল্য বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মানুষের কষ্ট হচ্ছে এটা সত্য। তবে প্রত্যেক মানুষের জীবনে ভালো ও মন্দ সময় থাকে। ভয় পাওয়ার কিছু নেই। ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বাড়া নিয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে মানুষের ভোগান্তি ও কষ্টের কথা ওঠে আসছে। এ নিয়ে বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি সাংবাদিকদের বলেন, এটা সত্যি যে মানুষের কষ্ট হচ্ছে। এ কষ্টের পেছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক প্রভাব বেশি। এখন বৈশ্বিক প্রভাব তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। তিনি বলেন, প্রত্যেক মানুষের জীবনে কখনো ভালো সময় থাকে, কখনো খারাপ সময় থাকে। আমাদের প্রধানমন্ত্রীও যেটা বলেছেন সামনে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে। সে চিন্তা করেই কিন্তু উনি বারবার বলছেন। উনি সবসময় অনেক অ্যাডভান্স চিন্তা করেন। যেন মানুষের সমস্যা না হয়। আজকের সভা থেকে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর আছে কি না- জানতে চাইলে টিপু মুনশি বলেন, আমাদের খবরটা দিচ্ছি যে, ভয় পাওয়ার কিছু নেই। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সয়াবিন তেলের বিষয়টি আমাদের ট্যারিফ কমিশন ঠিক করবে। খুব শিগগির আবার বসে পুরো জিনিসটা এসেস করে, স্টাডি করে নির্ধারণ করবে। Related posts:কম খরচে ইউএই থেকে রেমিট্যান্স আনতে চুক্তি হবে: অর্থমন্ত্রীদেশের রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার২২৫ কোটি ৭৪ লাখ টাকায় ৬০ হাজার টন সার কিনবে সরকার Post Views: ১৫৪ SHARES অর্থনৈতিক বিষয়: