নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২ শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় ২ জন আত্মহত্যা করেছেন। ৭ নভেম্বর সোমবার রাতে উপজেলার কাকরকান্দি ইউনিয়নে ওইসব ঘটনা ঘটে। খায়রুল ইসলাম নামে একজন বিষপান করে ও গৃহবধূ সালমা বেগম নামে অপরজন ফাঁসিতে ঝুলে আত্মহত্যার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত খাইরুল ইসলাম স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন। তার স্ত্রী এক বাসায় ঝিয়ের কাজ করতেন। এমতাবস্থায় ওই বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে স্বামীকে নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে চলে আসেন। পরে বাসার মালিক নালিতাবাড়ী থানায় এসে চুরির অভিযোগ দাখিল করলে পুলিশ কিছু চোরাই মালামাল উদ্ধার করে তার স্ত্রীকে কারাগারে পাঠায়। ওই ঘটনায় ক্ষোভ ও অভিমানে বিষ পান করে সোমবার ভোরে তিনি আত্মহত্যা করেন। খাইরুল ইসলাম কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে। অপরদিকে একই ইউনিয়নের বেনুপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সালমা খাতুন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তার পরিবারের লোকজন সিলেটে বসবাস করতেন। পারিবারিক আর্থিক সংকট ও অসুস্থতায় তিনি সোমবার সকালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, উভয় ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। Related posts:শেরপুরে কিশোরকে পেটানোর ভিডিও ভাইরালের মামলায় সেই ৪ কিশোরের জামিন বাতিলশেরপুরের মুর্শিদপুর পীরের দরবারে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগশেরপুরের নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেনের দায়িত্ব গ্রহণ Post Views: ১৫৫ SHARES শেরপুর বিষয়: