শেরপুরে দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

শেরপুরে প্রতিপক্ষের হামলায় মো. খোরশেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ৭ নভেম্বর সোমবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া মোল্লাবাড়ী গ্রামে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া মোল্লাবাড়ী গ্রামের ইব্রাহিমের মেয়ের সঙ্গে একই গ্রামের খলিলের ছেলে রূপ চাঁনের বিয়ে হয়। পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।
ওই ঘটনায় ওই দুই পরিবারের মধ্যে আদালতে মামলা মোকদ্দমা চলছিল। সোমবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া শুরু হয়। এরই এক পর্যায়ে খোরশেদ আলীকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের রিপোর্টের আগে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।