শেরপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

শেরপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে হাফসা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ নভেম্বর সোমবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামে এ ঘটনা ঘটে। হাফসা ওই গ্রামের মো. হাফিজুর রহমানের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০ টার দিকে হাফসা বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত হাফসাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।