ঝিনাইগাতীতে সাপে কাটা ও সাঁতার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ ‘বয়স হলে চার, শিখতে হবে সাঁতার, সাপে কামড়ালে ওঝা নয়, বেদে নয়, হাসপাতালেই চিকিৎসা হয়’ শীর্ষক শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের সভাকক্ষে ১৮ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় সামাজিক দূরত্ব বজায় রেখে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। ওইময় কর্মশালায় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুর রহমান, জেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা একেএম ফজলুল হক, সাংবাদিক মাসুদ হাছান বাদল, সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।