শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২ শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। ১৩ নভেম্বর রবিবার পুলিশ লাইন্স মিলনায়তনে ওই মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। সভায় জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পাশাপাশি সভায় উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন ও সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। সভায় পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, একটা জিনিস সব সময় মনে রাখবা মানুষ হিসেবে প্রত্যেকেরই সমাজকে কিছু না কিছু দেওয়ার আছে। আপনারা আমার অর্ধস্তন তাই আমি আপনাদের সাথে যা ইচ্ছা তাই করবো অথবা আপনারা আপনার অর্ধস্তনের সাথে যা ইচ্ছা তা করবেন! এটা সাময়িকভাবে সমাজ মেনে নিলোও প্রকৃতি তা মেনে নিবে না। প্রকৃতি কোন না কোনভাবে তা ফেরত দিবে তাই এই জায়গাটা ভয় করুন। তিনি আরও বলেন, আপনারা যেন ভালো থাকেন পুলিশ সুপার হিসেবে সবসময় মানসিকভাবে চিন্তা করি কারণ পুলিশ সুপারের হাত, পা, শরীর সবকিছু কিন্তু আপনারা। তিনি পোশাকের সম্মান ও ডিসিপ্লেন মেনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)গণসহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বিট পুলিশং সভাশেরপুরে গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণ বিরোধী শপথশেরপুরবাসীকে সাবেক এমপি শ্যামলীর ঈদুল ফিতরের শুভেচ্ছা Post Views: ১৫৪ SHARES শেরপুর বিষয়: