নকলায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১ নকলা( শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলা বাইপাস সড়ক থেকে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আলমগীর (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নকলা থানার পুলিশ। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমানের নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় অভিযান চালিয়ে ১৯ কেজি ৫০০ গ্রামের ১০ টি প্যাকেট সহ নেত্রকোনার পূর্বধলা উপজেলার মহেন্দ্র পুর গ্রামের আঃ রহমানের পুত্র আলমগীর গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আরো ২ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, নালিতাবাড়ী উপজেলা কামাল ফার্নিচার এর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেন্সী কামালের কাছ থেকে পাচারের উদ্দেশ্যে পূর্বধলা উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী কুলসুমার কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নকলা বাইপাস সড়কে এসে পুলিশের অভিযানে গ্রেফতার হয়। নকলা থানার মাদকদ্রব্য আইনে ১৮ নং মামলা হিসেবে রুজু করা হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান জানান, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকদ্রব্য বিস্তার রোধে জিরো টলারেন্স তাই নকলা উপজেলায় কোন প্রকার মাদকের ভয়ঙ্কর ছোবলে যুব সমাজ জীবন যেন ধ্বংস না হয় সেজন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। Related posts:ঝিনাইগাতীতে ফ্রি হেলথ ক্যাম্প ও ঔষধ বিতরণশেরপুর সদরের লছমনপুর ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও ঈদ উপহার বিতরণশেরপুরে নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত Post Views: ২৩৫ SHARES শেরপুর বিষয়: