ঝিনাইগাতীতে স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে কোভিড-১৯ মোকাবিলায় পল্লী চিকিৎসক, স্কাউট ও গার্লস ইন স্কাউটদের স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম প্রথম ব্যাচের ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা। জানা যায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী জাইকা’র সহায়তায় ঝিনাইগাতী উপজেলার কোভিড-১৯ মোকাবিলায় পল্লী চিকিৎসক, স্কাউট ও গার্লস ইন স্কাউটদের স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ও উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শালচূড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন উর রশিদ, জাইকা’র প্রতিনিধি শাহিনা আক্তারসহ প্রশিক্ষণ গ্রহণকারীগণ। ওই সময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম বলেন, শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় পল্লী চিকিৎসক, স্কাউট ও গার্লস ইন স্কাউটদের স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। Related posts:শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও ঈদ উপহার বিতরণশেরপুরে জেলা রোভার ও স্কাউটসের বিশেষ কাউন্সিল সভা : নতুন কমিটি গঠনঝিনাইগাতীতে প্রশাখা’র আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Post Views: ১৭২ SHARES শেরপুর বিষয়: