নকলা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ আম্বিয়া সভাপতি, সম্পাদক জিন্নাহ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২ শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন সভাপতি ও বিদায়ী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওই কমিটি ঘোষণা করেন সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আম্বিয়া খাতুন প্রথমবারের মতো উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ এ নিয়ে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এর আগে দুপুরে নকলা শহরের জালালপুর এলাকায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এর আগে ২০১৫ সালের ৪ এপ্রিল সম্মেলনের মাধ্যমে এ উপজেলার সর্বশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরে ২০২১ সালে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মারা গেলে আম্বিয়া খাতুনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। Related posts:শেরপুরে কিশোরকে পেটানোর ভিডিও ভাইরালঝিনাইগাতীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় নলকুড়া বিজয়ীঝিনাইগাতীতে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু Post Views: ১২৩ SHARES শেরপুর বিষয়: