শেরপুরে কুকুর বাঁচাতে গিয়ে গরুর পাইকার নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২ শেরপুর সদরে ভটভটি উল্টে এক গরুর পাইকার নিহত হয়েছেন। ১৫ নভেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে সদরের গাজিরখামার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৬৫ বছরের আব্দুল জব্বার বগুড়া জেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি বছির আহম্মেদ বাদল। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার গরুর হাট-বাজারে গরু কিনতে গিয়েছিলেন আব্দুল জব্বার। গরু কিনে ভটভটি চালিয়ে শেরপুর সদরের পাকুরিয়ার উদ্দেশে তিনি রওনা হন। এ সময় গাজিরখামার এলাকায় আসলে রাস্তার মাঝখানে একটি কুকুর দেখে এটিকে পাশ কাটাতে গিয়ে ভটভটির নিয়ন্ত্রণ হারান জব্বার। এতে ভটভটিটি উল্টে গেলে গুরুতর আহত হন তিনি। এ সময় আশপাশের লোকজন এসে জব্বারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক খায়রুল কবির সুমন বলেন, ‘হাসপাতালে আনার আগেই আব্দুল জব্বার মারা গেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’ Related posts:শ্যামলবাংলা২৪ডটকম’র উদ্যোগে শেরপুরে বসন্তবরণ ও ভালোবাসা দিবসে আলোচনা-কেক কাটাশেরপুরে অতিরিক্ত পুলিশ সুপারের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতশেরপুরে এক মাদ্রাসা শিক্ষক প্রতারণার শিকার ॥ বিচার দাবীতে সংবাদ সম্মেলন Post Views: ২১২ SHARES শেরপুর বিষয়: