শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২ ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে ফায়ার সার্ভিস কার্যালয়ে ওই সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুল হক। এ উপলক্ষে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদসহ অন্যান্যরা। ওইসময় ফায়ার ফাইটার সদস্যবৃন্দসহ, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে মহড়া ও অগ্নি নির্বাপনে ব্যবহৃত যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। Related posts:শেরপুরের নালিতাবাড়ীতে লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিতনালিতাবাড়ীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতজাতীয় সাংবাদিক সংস্থা ঝিনাইগাতী উপজেলা ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ Post Views: ১৩১ SHARES শেরপুর বিষয়: