শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক নাশকতাকারীকে আটক করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সদরের ভাতশালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত মো. কামাল হোসেন (৩২) গনই মমিনাকান্দা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে জেলা সদরের ভাতশালা এলাকার সাবিনা ইয়াসমিনের টিনের ঘরে অভিযান চালানো হয়। এসময় নাশকতাকারী কামাল হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশী ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি কিলিং চেইন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, কামাল মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।