শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আলমের ইন্তেকাল

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২২

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক সংসদ সদস্য, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর জেঠা শফিউল আলম ওরফে শফিল (৬৫) ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২১ নভেম্বর সকালে ঢাকায় নেওয়ার পথে (টাঙ্গাইল সদর হাসপাতালে) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শফিউল আলম শেরপুরের বিশিষ্ট শ্রমিক নেতা মরহুম সেলিম রেজার বড় ভাই ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা ও তরুণ শিল্পপতি মোঃ শুভ রেজার জেঠা ছিলেন।
সোমবার বাদ এশা শহরের শেখহাটিস্থ মরহুমের প্রতিষ্ঠানে নামাজে জানাযায় মরহুম জেঠার স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। ওইসময় তিনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেংগে পরেন। জানাযা নামাজে আরও বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান এ্যাডভোকেট আঃ মান্নান, জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রুকুনুজ্জামান রঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রহমতুল্লাহ, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী পরিবহণ শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ফখরুল হাসান, পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনার, গাজীরখামার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খলিলসহ স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
জানাযা শেষে ঢাকলহাটীস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।