শ্রীবরদীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫ শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষেে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি প্রমুখ। ওইসময় সিংগাবরুনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ সাদি সুমন, সম্পাদক সম্পাদক মাসুদ রানা, কাকিলাকুড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবায়ের হাসান, রাণীশিমুল ইউনিয়নের ছাত্রদল নেতা জুলকার, শান্ত, তাতিহাটী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, গোশাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অলি উল্লাহ, সাধারণ সম্পাদক হোসাইন, ভেলুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক মাসুদ রানা, শ্রীবরদী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিল্রাত আকন্দ, সম্পাদক শিশির আহাম্মদ, গড়জরিপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমতুল্রাহসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২শেরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২শ্রীবরদীতে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোমিনুর রশিদ Post Views: ৭৫ SHARES শেরপুর বিষয়: