ঝিনাইগাতীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পূর্ব কাংশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক উদ্বুদ্ধকরণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বুধবার বেলা ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তার। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ। ওই সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, পূর্ব কাংশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। মা সমাবেশে উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষার্থীদের মা উপস্থিত ছিলেন। মা সমাবেশ শেষে জেলা প্রশাসক সাহেলা আক্তার, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের নির্মিত ঘর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঘর এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বীরনিবাস নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে শহীদ নাজমুল আহসান স্মরণে নাজমুল স্মৃতি ফলকের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সকল কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন। Related posts:শেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিতঅতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি পেলেন ডিএমপির ডিসি আনিছুর রহমানশেরপুরে কলেজছাত্রীকে বাসায় ডেকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২ Post Views: ১১৬ SHARES শেরপুর বিষয়: