নালিতাবাড়ীতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহত

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী ॥ ড্রাম ট্রাকের নিচে খেলায় সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তাইফ রহমান (৩) নামে এক শিশু নিহত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সকাল ৭টায় উপজেলার গোজাকুড়া নলকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কৃষক শফিকুল ইসলামের ছেলে তাইফ রহমান সকাল বেলা বাড়ীর সামনে রাখা ১টি ড্রাম ট্রাকের নিচে খেলাধুলা করছিল। এদিকে মা হোসনারা বেগম তার গৃহস্থলির কাজে ব্যস্ত ছিল। এসময় সময় ট্রাকের ড্রাইভার জুয়েল (২০) নামে ছেলেটি ট্রাকটি ষ্ট্রাাট দিয়ে এগিয়ে নিয়ে যায়। মুহুর্তেই শিশুটির মাথার উপর দিয়ে ট্রাকটি অতিবাহিত হওয়ার সময় মাথা ট্রাকটির চাকা উপর দিয়ে না গেলেও চাকার পৃষ্টে পড়ে মাথা পিছলে যায়। সঙ্গে সঙ্গে শিশুটির মাথার মগজ কান দিয়ে বেড়িয়ে আসে। মুহুর্ততেই শিশুটির মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন শিশুটিকে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষজন হতবিহব্বল-বাকরুদ্ধ শোকের ছায়া নেমে এসেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।