নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২ শেরপুরের নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর,ওসি তদন্ত ইস্কান্দার হাবিব, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ আলী, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ খালেক, ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ ধরনের প্রস্তুতি সভার মাধ্যমে দুটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সহায়ক ভূমিকা রাখবে বলে সর্বস্তরের জনগণ মনে করেন। Related posts:ঝিনাইগাতীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠ বিচারের দাবিতে সাংবাদ সম্মেলনশেরপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও শপথগ্রহণ অনুষ্ঠিতশেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Post Views: ১৫৮ SHARES শেরপুর বিষয়: