শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। পরে একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রমুখ। এরপর বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিচার বিভাগ, জেলা আইনজীবী সমিতি, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব, উইমেন্স চেম্বার অব কমার্স, মহিলা পরিষদ, রেড ক্রিসেন্ট, রোটারী ক্লাব, সাপ্তাহিক শ্যামলী শেরপুর, শ্যামলীনিউজ২৪ডটকম, শ্যামলবাংলা২৪ডটকম, সাপ্তাহিক দশকাহনীয়া, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে সকাল সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন পরিদর্শন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমসহ অন্যান্যরা। সকাল ১০টায় বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৬টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। Related posts:ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণগজনীতে দৃষ্টিনন্দন ভাসমান সেতু, ওয়াটার কিংডম ও প্যারাট্রবা উদ্বোধন করলেন জেলা প্রশাসকশেরপুরে র্যাবের হাতে ৭২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক Post Views: ১৩৪ SHARES শেরপুর বিষয়: