নেত্রকোনায় মহান বিজয় দিবসে কুচকাওয়াজ প্রদর্শন

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

মহান বিজয় দিবসে নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা এবং ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল আটটায় সাতপাই স্টেডিয়াম মাঠে এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

পরে রাষ্ট্রের পক্ষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর অভিবাদন গ্রহণ করেছেন। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের প্রতিটি বাহিনী কুচকাওয়াজ করে মাঠ পরিদর্শন করেন। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন ঘোষণা করেন।
এদিকে সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জাননো হয়। জেলার কালেক্টরেট স্মৃতিসৌধে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরমেয়রসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শ্রদ্ধা জানায়।