নকলায় সালমান ক্যাডেট একাডেমি’র শাখা উদ্বোধন

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

শেরপুরের নকলায় গুণগত ও মানসম্পন্ন আধুনিক শিক্ষা প্রসারের লক্ষ্যে ‘সালমান ক্যাডেট একাডেমি’ নামক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন শাখার শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সালমান ক্যাডেট একাডেমি’-এর নতুন শাখা নকলা পৌর শহরের প্রাণ কেন্দ্র গ্রীণ রোডে এক অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে নকলা শাখার পরিচালক ইমন হাসান সুইট-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নকলা শাখার শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মিজানুর রহমান, পূর্ব কায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদুল হক লাভলু, পৌর ওয়ার্ড কাউন্সিলর জরিফ হোসেন, মো. হাসেম বি.এস-সি, নকলা প্রেস ক্লাবের সদস্য রাইসুল ইসলাম রিফাত প্রমুখ।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন ও শিক্ষানুরাগীমহল উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই শাখায় প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠদানের পাশাপাশি ক্যাডেটে ভর্তির সুবিধার্থে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ কোচিং এর ব্যবস্থা থাকবে। এছাড়া আধুনিক শিক্ষা প্রসারে সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে বলে জানান নকলা শাখার পরিচালক ইমন হাসান সুইট।
সবশেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সুনাম বৃদ্ধি করতে নিজেদের অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার আশাব্যক্ত করে পরিচালকবৃন্দ সকলের কাছে শিক্ষার্থী ভর্তি করানোসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।