শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও মাছ অবমুক্তকরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে ২৪ জুলাই সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যলী বের করা হয়। এর আগে আগে কালেক্টরেট পুকুরে মাছ অবমুক্তকরণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় আরও পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা চেয়্যারমান রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক উপস্থিত ছিলেন। এবারের মৎস্য সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, প্রচার-প্রচারণা, সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় ইত্যাদি। জেলায় এসব অনুষ্ঠান সাতদিন চলবে। Related posts:নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইউপি সদস্যসহ নিহত ২ ॥ আহত ১০, আটক ৫শেরপুরে স্বামীর মামলায় হুইল চেয়ারে বসেই কারাগারে গেল প্রতিবন্ধী সুমাইয়াশেরপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণকে ‘অপহরণ’, তরুণী গ্রেফতার Post Views: ১৬৪ SHARES শেরপুর বিষয়: