সাত দিনের সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০১৯ অনলাইন ডেস্ক : সাত দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিনি জেলার তাড়াইল, কিশোরগঞ্জ সদর, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সফর করবেন। এক সপ্তাহের সফরে তার নাগরিক সংবর্ধনা, সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান, বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের কথা রয়েছে।রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া স্বাক্ষরিত রাষ্ট্রপতির সফরসূচি থেকে জানা গেছে, ৯ অক্টোবর বেলা ১টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা উদ্দেশে রওনা দেবেন। ১৫ অক্টোবর বেলা আড়াইটায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে অষ্টগ্রাম ত্যাগ করবেন তিনি। Related posts:সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেতনারী ফুটবল দলসহ বঙ্গমাতা পদক পেলেন যাঁরাচাল চুরিতে সরকার খুবই বিব্রত : জনপ্রশাসন প্রতিমন্ত্রী Post Views: ২৯৬ SHARES জাতীয় বিষয়: