শেরপুরে ৫ শতাধিক ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইদ্রিস গ্রুপের গুলজার জিহান রাজাদুল ইসলাম বাবু রাজাদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩ প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শেরপুরে ৫ শতাধিক হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে মোটা কম্বল বিতরণ করেছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড। ১৮ জানুয়ারি বুধবার বিকেলে শেরপুর শহরের কামারিয়া এলাকার অসহায় ও দুস্থদের হাতে ওই শীতবস্ত্র তুলে দেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর আলহাজ্ব রেহানা ইদ্রিস ও পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান। কম্বল বিতরণকালে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান মিসেস আলহাজ্ব রেহানা ইদ্রিস বলেন, এই শীতে যারা কষ্ট করছে, তাদের দুর্ভোগ লাঘবে প্রতি বছরের ন্যায় এবারও ইদ্রিস গ্রুপের পক্ষ থেকে সহায়তা হিসেবে কম্বল বিতরণ করা হল। আপনারা ইদ্রিস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আপনাদের এলাকার কৃতি সন্তান, প্রয়াত শিল্পপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম থাকবো ইনশাআল্লাহ্। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আরো বেশি বেশি আপনাদের পাশে দাঁড়াতে পারি। গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান বলেন, এই শীতে গরীব ও অসহায় মানুষের অমানবিক কষ্ট লাঘবে আমাদের কোম্পানীর তরফ থেকে কামারিয়া এলাকায় মোটা কম্বল বিতরণ করা হলো। তিনি বলেন, কামারিয়া এলাকা আমার দাদা বাড়ি। এখানে আমার বাবার জন্ম। আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। কম্বল বিতরণকালে ইদ্রিস গ্রুপের পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের সহধর্মিণী নুসফাত সুমাইরা, ছোট বোন নুসরাত জাহান জেবিন, ইদ্রিস গ্রুপের সেলস্ শাখার ডিজিএম লুতফর রহমান ঠান্ডা, স্থানীয় সমাজসেবক শহীদ মিয়া, আফিল মিয়া, মিস্টার মিয়া, জেবিন মৎস্য প্রকল্পের ম্যানেজার মুক্তার আলীসহ ইদ্রিস গ্রুপের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিতশেখ হাসিনাকে হত্যার হুমকি: নকলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলনালিতাবাড়ীতে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ Post Views: ১৯১ SHARES শেরপুর বিষয়: