ঝিনাইগাতীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলা পরিষদের বাস্তবায়নে জিওবি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকার) অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরী তত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এসব বেঞ্চ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, জাইকার উপজেলা প্রতিনিধি শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। উল্লেখ্য, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ১ শত ৪৪ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়। Related posts:শেরপুরে হতদরিদ্র মানুষের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণঝিনাইগাতীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধনশেরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রসহ নিহত ৩, আহত ৩ Post Views: ১৩৩ SHARES শেরপুর বিষয়: