শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩ ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিয়ে, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু্ প্রতিরোধে সচেতনতার লক্ষে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল মাহমুদ, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুল নাছের বাবুল, বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম ও ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি অরুণ কুমার মোদক। শ্রীবরদী থানার এসআই সাইফুল মালেকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রতন। সমাবেশে ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জুবায়ের রহমানসহ শ্রীবরদী, ইসলামপুর ও বকশিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার দুই সহস্রাধিক লোকের সমাগম ঘটে। Related posts:শেরপুরে শীতার্তদের মাঝে চেম্বার অব কমার্সের কম্বল বিতরণনকলা প্রেসক্লাবের কমিটি গঠননকলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা ইউএনওকে সংবর্ধনা Post Views: ১১০ SHARES শেরপুর বিষয়: