শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রফিক ওই এলাকার মৃত শাহা ফকির মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আঙ্গুর মিয়া ও কেনা মিয়ার পরিবারের সঙ্গে আব্দুর রফিকের পরিবারের জমি সংক্রান্ত মামলা চলছিল। বৃহস্পতিবার একটি মামলায় জামিনে আসে আব্দুর রফিক। রাত ১১ টায় খাবার খেয়ে বাড়ির বাইরে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল সে। পরে সকালে বাড়ির পাশের এক বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। শেরপুর সদর থানার (তদন্ত) কর্মকর্তা মো. আবু সাইম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। Related posts:শেরপুরে গৃহকর্ত্রী হত্যা মামলার প্রধান আসামি রাঙ্গুনিয়া থেকে গ্রেফতারশেরপুরের গাজীরখামার ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও সেলাই মেশিন বিতরণশেরপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত Post Views: ১৯৭ SHARES শেরপুর বিষয়: