শ্রীবরদীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে হাত ধোয়ার বেসিন স্থাপন

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শ্রীবরদীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে পরিস্কার-পরিচ্ছন্নতার লক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উদ্যোগে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সৌজন্যে পরিষদ চত্বর ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ীভাবে পানির ট্যাংকসহ হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান প্রমুখ।