রাজারবাগে অতিরিক্ত এসপি মাহরুফার জানাজা, দাফন গ্রামের বাড়ি নেত্রকোনায় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহরুফা হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে এ জানাজা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মরহুমার সহকর্মী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশ নেন। জানাজা শেষে আইজিপি, ডিএমপি কমিশনার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, বিসিএস উইমেন নেটওয়ার্ক এবং ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য কফিনে পুষ্পস্তবক অর্পণ করে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমার মরদেহ তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার মাহরুফা হোসেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। Related posts:আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪১ লাখ : সংসদে আইনমন্ত্রীসেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্বপালনে প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধাননাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আনসারের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত Post Views: ৮১ SHARES জাতীয় বিষয়: